top of page

আমাদের বর্তমান কর্মকান্ড

বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি ২০০২ সালের ১০ই আগষ্ট আমরা কয়েকজন প্রবাসীদের উদ্দ্যেগে একটি সাধারন সভায় সর্বসম্মোতিক্রমে অনুমোদিত হয়ে ২৩/০৯/২০০২ তারিখে বাংলাদেশ কোম্পানী রেজিষ্ট্রেশন এ্যাক্ট ১৮৬০ আওতায় রেজিস্ট্রিভুক্ত একটি বেসরকারী সামাজিক সংগঠন NGO হিসাবে দেশের ও প্রবাসী জনগনের উন্নয়নে সরকারের সহযোগী হয়ে কাজ করা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়ে  কর্মকান্ড করে আসছে।

 

বর্তমান কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা :

  • বাংলাদেশ প্রবাসী উন্নয়ন  সমিতি বাংলাদেশ হেড অফিসে প্রবাসীদের জন্য একটি সার্ভিস কাউন্টার স্থাপন করেছে। যেখান থেকে প্রবাসী বিভিন্ন  অভাব, অভিযোগ, সমস্যার কথা শোনা হয় ও প্রয়োজনী সহযোগীতা করা হয়ে থাকে একই সাথে বাংলাদেশী  বৈদেশিক কর্ম প্রত্যাসীদের বিভিন্ন  প্রকার তথ্য প্রদান ও সহযোগীতার করা হয়।

  •  দেশে প্রবাসীদের ও তাদের পরিবারে সদস্যদের কল্যানে কাজ করতে একটি ওয়ান স্টপ সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে যে কোন ধরনের ভিসা সংক্রান্ত সমস্যায় সহযোগীতা, সহ বিভিন্ন দেশে কর্ম সংক্রান্ত তথ্য, ছাত্রদের পড়ালেখার জন্য তথ্য ও ভর্তি হতেসেবধরনের সহযোগীতা করা হয়

  • এই সমিতির মাধ্যমে বিভিন্ন দেশে সাংস্কৃতিক, সামাজিক, দ্বিপাক্ষিক ব্যবসা বানিজ্যর প্রসারে বিভিন্ন কর্মকান্ড করে এসেছে।

  • প্রবাসীদের ও বাসংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসা বানিজ্য প্রসারের লক্ষ্যে বিভিন্ন দেশে বৈশাখী মেলা ও ট্রেড ফেয়ার সহ বিভিন্ন কর্ম কান্ড পরিচালনা করছে ও আগামীতে আরো ব্যপক কর্মকান্ড করা পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

  • বাংলাদেশে প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র প্র্স্তুত করতে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। বাংলাদেশে টুররিজম খাত, শিল্প খাতে প্রবাসীদের উৎসাহীত করা লক্ষে বিভিন্ন প্রস্তাব যাচাই বাছাই এর কাজ চলছে।

  • বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি বাংলাদেশ থেকে ইতালী মুখী সকল শ্রমিকদের সুবিধার্থে একটি ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।  একটি পুর্নাঙ্গ কারীগরি প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। যেখানে বিভিন্ন দেশের ভাষা ও কারিগরী প্রশিক্ষন দেয়া হবে।

  • প্রবাসীদের ছেলে মেয়েদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে ও ভবিষ্যতে প্রবাসে তাদের অভিভাবকদের দেশে পড়া রেকে করতে যাবার জন্য প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করা প্রকর্প হাতে নেয়া হয়েছে। ইতি মধ্যে বাংলাদেশের শিক্ষা জগতে বৈপ্লবিক পরিবর্তন আনয়নকারী প্রতিষ্ঠান CAMBRIAN এর সাথে যৌথ ভাবে কাজ করা ক্ষেত্র প্রস্তু করা হয়েছে।

  • প্রবাসীদের জন্য আবাসায়নের লক্ষ্যে সমিতির পক্ষ হতে আবাসিক প্রকল্প হাতে নেয়া হয়েচে।

 

 

সদস্য হবার আহ্বান

উল্লেখিত কর্মকান্ডগুলি সপল বাস্তবায়ন করতে হলে প্রবাসীদের সক্রিং অংশগহনের কোন বিকল্প নেই। তাই প্রবাসী সমিতি সকল প্রবাসীদের এই সংগঠনের সদস্য হয়ে উল্লেখিত কর্মকান্ডগুলি বাস্তবায়নে অংশগ্রহনের আমন্ত্রন জানাচ্ছে। এই সংগঠনের লক্ষ্য ও উদ্দ্যেশ সফল করতে হলে বর্হিবিশ্বে সকল প্রবাসীদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন। তাই বর্হিবিশ্বে বসবাসকারী সকল প্রবাসী ও বাংলাদেশে বসবাসকারী প্রবাসীদের পরিবার বর্গের প্রতি আমাদের এই সংগঠনের কার্যμমে সμিয় অংশগ্রহন করার আমন্ত্রন জানাচ্ছি।

 

আমরা মনে করি সকলের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমেই প্রবাসীদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে সক্ষম হব।

 

Get involved. Click to edit me. 

I'm a paragraph. Click here to add your own text and edit me.

I'm a paragraph. Click here to add your own text and edit me.

I'm a paragraph. Click here to add your own text and edit me. It’s easy. Just click “Edit Text” or double click me and you can start adding your own content and make changes to the font. Feel free to drag and drop me anywhere you like on your page. I’m a great place for you to tell a story and let your users know a little more about you.

bottom of page