Expatriates Development Society of Bangladesh
বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি
ইতালী যাবেন ? ইতালীয়ান ভাষা শিখুন
বর্তমান কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা :
-
বাংলাদেশে প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র প্র্স্তুত করতে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। বাংলাদেশে টুররিজম খাত, শিল্প খাতে প্রবাসীদের উৎসাহীত করা লক্ষে বিভিন্ন প্রস্তাব যাচাই বাছাই এর কাজ চলছে।
-
বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি বাংলাদেশ থেকে ইতালী মুখী সকল শ্রমিকদের সুবিধার্থে একটি ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। একটি পুর্নাঙ্গ কারীগরি প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। যেখানে বিভিন্ন দেশের ভাষা ও কারিগরী প্রশিক্ষন দেয়া হবে।
-
প্রবাসীদের ছেলে মেয়েদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে ও ভবিষ্যতে প্রবাসে তাদের অভিভাবকদের দেশে পড়া রেকে করতে যাবার জন্য প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করা প্রকর্প হাতে নেয়া হয়েছে। ইতি মধ্যে বাংলাদেশের শিক্ষা জগতে বৈপ্লবিক পরিবর্তন আনয়নকারী প্রতিষ্ঠান CAMBRIAN এর সাথে যৌথ ভাবে কাজ করা ক্ষেত্র প্রস্তু করা হয়েছে।
-
প্রবাসীদের জন্য আবাসায়নের লক্ষ্যে সমিতির পক্ষ হতে আবাসিক প্রকল্প হাতে নেয়া হয়েছে।
One Stop Service :
-
বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি বাংলাদেশ হেড অফিসে প্রবাসীদের জন্য একটি সার্ভিস কাউন্টার স্থাপন করেছে। যেখান থেকে প্রবাসীদের ও তাদের পরিবারের বিভিন্ন অভাব, অভিযোগ, সমস্যার কথা শোনা হয় ও প্রয়োজনী সহযোগীতা করা হয়ে থাকে।
-
বাংলাদেশী যারা বৈদেশিক কর্ম প্রত্যাসী তাদের বিভিন্ন দেশে কাজের সুযোগ সুবিধার তথ্য প্রদান ও কর্মক্ষেত্রে প্রবেশ করতে প্রয়োজনীয় সহযোগীতা করা হয়।
-
বিভিন্ন দেশের দূতাবাসে যে কোন ধরনের ভিসা সংক্রান্ত জটিলতায় সমাধান কল্পে প্রয়োজনীয় সহযোগীতা করা হয়।
-
সহ বিভিন্ন দেশে কর্ম সংক্রান্ত তথ্য, ছাত্রদের উচ্চশিক্ষা ও কারিগরী শিক্ষা লাভে জন্য তথ্য ও ভর্তি হতে সব ধরনের সহযোগীতা করা হয়।
Education
পৃথীবির বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। সেই দেশের কাজের সুযোগ পুর্নাঙ্গ ভাবে কাজে লাগাতে হলে সেই দেশের ভাষা জানা আবাশ্যক। প্রবাসী সমিতি ও Cambrian Education Group এর যৌথ উদ্দ্যেগে আন্তর্জাতিক ভাষা শিক্ষ কেন্দ্র (Cambrian International Language Centre ) ইংরেজী, ইতালিয়ান, জার্মান, ফ্রেন্চ, স্পেনিশ, গ্রীক, আরবী, কোরিয়ান, চাইনিজ, জাপনিজ ভাষা সহ আরো অনেক দেশের ভাষা শিখার ব্যবস্থা করা হয়েছে।
ঢাকায় একটি পুর্নাঙ্গ কারীগরী ও ভকেশনাল ট্রেনিং ইনিস্টটিউট স্থাপনের লক্ষ্য কাজ চলছে।
Business and Trade
প্রবাসীদের ও বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসা বানিজ্য প্রসারের লক্ষ্যে বিভিন্ন দেশে প্রবাসীদের
ব্যবসায়ীক সংগঠন ও চেম্বার অব কমার্স এর সাথে সহযোীতাক্রমে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ও বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসা বানিজ্য প্রসারের লক্ষ্যে বিভিন্ন দেশে বৈশাখী মেলা ও ট্রেড ফেয়ার সহ বিভিন্ন কর্ম কান্ড পরিচালনা করছে ও আগামীতে আরো ব্যপক কর্মকান্ড করা পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
প্রবাসী শিল্প উদ্দ্যেক্তা, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের নিরাপদ ক্ষেত্র প্রস্তুত, বিনিয়োগ বান্ধব পরিবেশ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন উদ্দ্যেগ গ্রহন করা হচ্ছে।
এলক্ষ্যে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মশালা, মেলা, ট্রেড ফেয়ার সহ বিভিন্ন কর্ম কান্ড পরিচালনা করে প্রবাসীদের মধ্যে আস্থা সৃস্টির জন্য ব্যপক কর্মকান্ড করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।